।। শামীম আহমেদ ।।
বাবর এবং আকবরের মতো আরঙ্গজেবও চৌগান অর্থাৎ পোলো খেলতে ভালোবাসতেন। চৌগান ভারতীয় উপমহাদেশের খেলা।
আরঙ্গজেব প্রচুর মন্দির স্থাপন করেছেন, রক্ষাও করেছেন। তাঁর রাজসভায় হিন্দু কর্মচারী আকবরের অপেক্ষা ৫০% বেশি ছিল। হিন্দু বৈদ্য ও জ্যোতিষীদের সঙ্গে সম্রাটের শেষ দিন অব্দি সুসম্পর্ক ছিল।
আপাদমস্তক আধ্যাত্মিক মানুষটি রাজকোষ থেকে কোনো অর্থ নিতেন না। কোরান ‘কপি’ করে ও টুপি সেলাই করে গ্রাসাচ্ছাদন করতেন। কবর যেন বাঁধানো না হয়, এই ছিল তাঁর অন্তিম ইচ্ছা। নৈতিক দিক ছাড়াও এর পেছনে ছিল তাজমহলের আড়ম্বর।
তাঁর ছিল একজনমাত্র স্ত্রী, যা অন্য রাজা-বাদশার ক্ষেত্রে ভাবাই যায় না। বারাঙ্গনাদের বিবাহ বন্ধনের ব্যবস্থা করে সমাজে ফিরিয়ে আনার ব্যাপারে তাঁর উদ্যোগ ছিল অপরিসীম। ‘জিন্দা পির’ আরঙ্গজেব সতীদাহ প্রথার সঙ্গে সঙ্গে যৌনপেশাও বাতিল করেছিলেন।