অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হচ্ছে। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ (সোমবার) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি পেয়েছেন তারা। আগামী ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হবে।
কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, তা এখনো ঠিক হয়নি। তবে ইচ্ছা আছে রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত। যদি কোনো আপত্তি উঠে সেটা বিবেচনায় নেবে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিরি ওপর সেটা বিবেচনা নেবে।