সড়ক দুর্ঘটনায় আহত তরুণ কবি জাহিদ আল হাসান সুস্থ আছেন। গত ১৬ জানুয়ারি সাভারে জাহাঙ্গীরনগর ডেইরি গেট এলাকায় ঢাকা-আরিচা রোডে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
কবির বন্ধু সূত্রে জানা যায়, আহত জাহিদ আল হাসানকে তাৎক্ষণিকভাবে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আশঙ্কা থেকে রক্ষা পান তিনি। কবির চিকিৎসকরা জানিয়েছেন পায়ের হাড়ের ৩ জায়গায় ফ্র্যাকচার হয়েছে। তার সুস্থ হতে ৩-৪ মাস সময় লাগতে পারে।
কবির পারিবারিক সূত্র বলছে, ৩ দিন অব্জারভেশনে রাখার পর ১৮ তারিখে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ মতে সম্পূর্ণ বেড রেস্টে বাসায় রয়েছেন।
উল্লেখ্য তরুণ কবি জাহিদ আল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন। তার লেখা বিভিন্ন কবিতা দেশের জাতীয় পত্রিকা ও লিটলম্যাগে প্রকাশিত হচ্ছে।