সুমন কুমার। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে জন্ম ১ জুন ১৯৮৬ খ্রিষ্টাব্দে। পিতা সুকুমার বিশ্বাস ও মাতা শেফালী রানী। তাদের এক কন্যা ও দুই পুত্রের মধ্যে সুমন কুমার সবার ছোটো।
প্রাথমিক শিক্ষা ব্র্যাক শিক্ষা কর্মসূচির চমৎকার স্কুলে। ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করার স্বপ্ন স্কুলজীবন থেকে, সেখানেই স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা। ইতিহাস ও দর্শন তার পাঠের প্রিয় বিষয়।
কর্মজীবন শুরু একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান বিভাগে। বর্তমানে উন্নয়ন নাট্য নিয়ে কাজ করছেন একটি বেসরকারী উন্নয়ন সংস্থায়।
লেখালেখির মূল ক্ষেত্র গল্প এবং নাট্য সমালোচনা। ২০১৮ সালে প্রকাশিত হয়েছে তার প্রথম গল্পগ্রন্থ স্বপ্নে পাওয়া হাত।
নারীজনম লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস।