প্রকাশিত হচ্ছে তরুণ কবি ও সাংবাদিক সাজেদুর আবেদীন শান্তর প্রথম কবিতার বই ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’। বইটি প্রকাশ করছে পাতা প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন মইম সুমন। মূল্য রাখা হয়েছে ৬৫ টাকা।
বইটি সম্পর্কে সাজেদুর আবেদীন শান্ত বলেন, ‘এটা আমার প্রথম কবিতার বই। তাই আমি বিশেষ কিছু বলবো না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানসম্মত করার। ভুল-ত্রুটির দায়ভার আমার। ভালো-মন্দের বিচার পাঠকের।’
সাজেদুর আবেদীন শান্ত দৈনিক আলোকিত সকাল ও অনলাইন পত্রিকা বাঙালি বার্তার স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করছেন। এ ছাড়াও জাগো নিউজ, এনটিভি অনলাইন, রাইজিং বিডি, একুশে টিভি অনলাইন, দৈনিক খোলাকাগজ ও যায়যায়দিন পত্রিকায় ফিচার বিভাগে নিয়মিত লেখালেখি করেন।
সম্পাদনা করছেন সাহিত্য সাময়িকী ‘উন্মেষ’। অনলাইন ম্যাগাজিন হলেও এ পর্যন্ত উন্মেষ সাহিত্য সাময়িকীর পাঁচটি বিশেষ সংখ্যা পৌঁছে গেছে পাঠকের কাছে।
‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ বইটি অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com