ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো সজল রায়-এর দুটি কবিতা।
[১]
পুত্র-কন্যা
পৃথিবীতে দিলাম
তনুর অর্ঘ্য ।
ও রাখুক জ্ঞানী পুত্র-কন্যা ।
ততদিন পৃথিবীতে
থাকুক সবুজ অরণ্য
শুদ্ধ জলাধার
থাকুক পাখি উড়িবার নীলিমা
[২]
ঋণ
পথিক আমি চিরদিনের
পথের কাছেই আমার ঋণ।
দিগন্তে পথের শেষে রইব
আমি অরূপ রূপে।
যদি…
বিমূর্ত সে আমার মনে পড়ে!
শেষ দিনেরই সেই বাতাসে
খবর নিয়ো আচম্বিতে।
ব্যথার ব্যথিত সুজনেষু, ভালো
থেকো।