প্রকাশিত হচ্ছে নবাগত কবি শোয়াইব শাহরিয়ার-এর প্রথম কবিতার বই ‘কপালের কৌতুক’। বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন কবি সারাজাত সৌম।
প্রকাশিতব্য বইটি সম্পর্কে শোয়াইব শাহরিয়ার বলেন, ‘মূলত ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রচিত কবিতাগুলো নিয়েই এই বই। মৃত্যুচিন্তা, স্বর্গ-নরক, প্রেম-বিষণ্নতা- ইত্যাকার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে আমার কবিতায়। এতে আছে না পাওয়ার হাহাকার, আছে মৃত্যুগামিতা, আছে নারীর বুকে জলজ সাঁতার কাটার আখ্যান’।
‘দেয়াঙ পাবলিশার্স’ থেকে প্রকাশিতব্য ‘কপালের কৌতুক’ বইটি অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com