করোনাকালে স্থবির হয়ে আছে আমাদের সৃজনশীল প্রকাশনা অঙ্গন। প্রকাশনা প্রতিষ্ঠান, বইয়ের বিক্রয়কেন্দ্র সবকিছু বন্ধ প্রায় তিনমাসের অধিক সময়। আশার কথা সম্প্রতি সীমিত আকারে শুরু হয়েছে কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম।
কোভিড-১৯ আছে, লক ডাউনও আছে। তবু জীবন থেমে নেই, জীবিকাও নয়। করোনাক্রান্ত সময়ের সব কিছুই স্বাভাবিক না হলেও ফাঁকে ফাঁকে চলছে সব কিছুই। থেমে নেই কেনাকাটা এবং বইপত্রও।প্রকাশনা ও বিক্রয় প্রতিষ্ঠান পাঠশালার পক্ষ থেকে জানানো হয়েছে পাঠকের জন্য খোলা থাকছে পাঠশালার আজিজ মার্কেটের বিক্রয়কেন্দ্রটি।
যারা দীর্ঘ দিন বই পড়া থেকে বঞ্চিত, গ্রন্থপাঠের তৃষ্ণায় যাঁরা বই খুঁজছেন, তাঁরা পাঠশালায় আসতে পারেন অথবা ঘরে বসেই আপনার প্রয়োজনীয় এবং পছন্দের বই অর্ডার দিন। আপনার হাতেই পৌঁচ্ছে যাবে প্রিয় বইটি।
—
পাঠশালার ঠিকানা : ২২ আজিজ মার্কেট, নিচ তলা, শাহবাগ আজিজ সুপার মার্কেট, ঢাকা ১০০০।
ফোন নাম্বার : ৯৬৬২৬০১/ ০১৭১২৩৪৯৮৮৬/ ০১৭২৭৬৭৮৪৬২