করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে আবারও অমর একুশে বইমেলা বন্ধ হওয়ার শংকায় আছেন প্রকাশকরা। মন খারাপের বাতাস বইছে পাঠকদের চারপাশে। ক্যালেন্ডারের পাতা উল্টে ফেব্রুয়ারি মাস যাবে, অথচ প্রাণের বইমেলা হবে না , তা কি হয়!
তাই তো পাঠক-লেখক-প্রকাশকদের যুগপৎ মিলন ঘটাতে দেশের বই হাতে নিয়েছে এক যুগান্তকারী উদ্যোগ। আগামী ১ থেকে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অনলাইন বইমেলা। মেলায় অংশ নেবে দেশের প্রতিথযশা, স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে নতুন বইয়ের তথ্য, লেখক-প্রকাশকদের সাক্ষাৎকার। থাকবে, আড্ডা-আলোচনা ও বই প্রকাশের টুকিটাকি।
যুক্ত থাকুন দেশের বইয়ের সাথে। যুক্ত থাকুন বইয়ের সাথে।