নব্বই দশকে প্রথম আলো বন্ধুসভার যারা নিয়মিত পাঠক ছিলেন তাদের কাছে পরিচিত একটি নাম শিপা সুলতানা। পত্রিকার পাতার পাশাপাশি তাঁর শক্তিমান লেখা ছড়িয়ে পড়েছে বিভিন্ন ব্লগেও। শিপা সুলতানার লেখা গল্পগুলো কথা বলে, সুঘ্রাণ ছড়ায়। তিনি নিজস্ব রীতিতে গল্প বলে যান, সেই গল্পরা পাঠকের কাছে প্রাণ পায়।
চিরাচরিত সৌন্দর্যেকে কলমে ধারণ করা সময়ের শক্তিমান গল্পকার শিপা সুলতানা জন্মেছেন ৮ নভেম্বর, অপরূপ প্রকৃতির লীলাভূমি সিলেটে। বর্তমানে তিনি বাস করেন সাত সমুদ্র তেরো নদীর ওপাড়ের শহর লন্ডনে। শিপা সুলতানা’র জন্মদিন উপলক্ষে দেশের বই পরিবারের পক্ষ থেকে গুণী এই লেখককে জন্মদিনে অফুরান শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন।
২০২০ সালে অমর একুশে বইমেলায় চন্দ্রবিন্দু প্রকাশনী থেকে প্রকাশিত হয় লেখকের গল্পগ্রন্থ পালকের ব্লাউজ। নিজস্ব লেখনশৈলীর গুণে লেখক ইতোমধ্যে পাঠকের হৃদয়ে শক্ত আসন গড়ে নিয়েছেন।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ-ফিচার-তথ্যমূলক লেখা প্রকাশের জন্য সংশ্লিষ্ট ছবিসহ আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com