রয় অঞ্জনের জন্ম কুমিল্লার কামাল্লা গ্রামের এক বনেদি পরিবারে। বাবা তুলসী দাস রায় ও মা আরতি প্রভা রায়-এর চতুর্থ সন্তান। কুমিল্লা জেলার মুরাদনগর থানার কামাল্লা ফ্রি প্রাইমারি স্কুলে তার প্রথম পাঠ। একই গ্রামের ডিআরএস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক আর কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে শহরমুখী হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
অমর একুশে গ্রন্থমেলায় ভাষাচিত্র থেকে প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ ‘রবি বাউলের শান্তিনিকেতন’। ভ্রমণ বৃত্তান্ত নিয়ে তাঁর দ্বিতীয় বই ‘পথিক পরান’।