॥ লুৎফুর রহমান পাশা ॥
ছৌম্মার নাতি দ্যাখবার চায় রাষ্ট্র চালায় কেডা?
দেখতে কি মাইনষ্যের মতন? বেডি নাকি বেডা?
লোকে হাসে জানোনা মিয়া?দেশ চালায় সরকার?
তুমি রোজের কামলা তোমার কিসের দরকার?
লোকের হাসাহাসি দেইখা; মিজাজ চইড়া যায়
ইয়ার্কি কইরা কয়, মিয়া যাইবা নাকি পাবনায়?
অত হাসি আহে ক্যামনে? বালের কথা কও মিয়া
লাল চা আর বিড়ি খাইয়া ভোটটাতো দেও গিয়া।
তোমরা সব চুতমারানি ভোট আইলেই নাচো
ভোট শেষ হয়া গ্যালে রোজের কামলা দিয়া বাঁচো।
দ্যাখতে চাই ভোট চোরেরা ক্যামন কইরা বাচে?
দরাস সুন্দর বুকের নিচে কয়টা হাড্ডি নাচে?
মিছা কথার ফুলঝুরিতে ভোট নিছে যে হালায়
খুব কাছে থিকা দ্যাখতে চাই রাষ্ট্র কেডা চালায়?