রাতকাহন মেসবাহ য়াযাদ-এর চতুর্থ বই। প্রথম বই পোস্টমর্টেম। প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা ২০১৮-এ।।
লেখক এটাকে বলেন, স্মৃতির খেরোখাতা। ২০২০ সালে প্রকাশিত হয়েছে ‘সরল স্বীকারোক্তি’।
এটি উপন্যাস না বড় গল্প তা নির্ধারণের ভার ছেড়েছেন পাঠকের ওপর।
২০২১-এ প্রকাশিত হয়েছে তার আরও একটি বই। ভ্রমণবিষয়ক কাহিনি ‘সাতজন যাত্রী’। কয়েকজন বন্ধুর কলকাতা, দিল্লি, আজমীর, জয়পুর, আগ্রা ঘুরে আসার গল্প।
বাবার বাড়ি লক্ষ্মীপুর হলেও জন্মসূত্রে পাহাড়ি জেলা রাঙামাটির বাসিন্দা। কন্যা রাশির জাতক।
বই পড়া, গান শোনা আর লেখালেখির প্রচণ্ড শখ। নেশা ঘুরে বেড়ানো। ঘুরেছেন বাংলাদেশের ৬৪ জেলা। পৃথিবী ঘুরে দেখার আজন্ম ইচ্ছে।
ভবঘুরে আর বাউণ্ডুলে জীবনযাপন।