আলম খোরশেদ একাধারে লেখক-অনুবাদক-চিন্তাবিদ, সব ছাপিয়ে তিনি একজন স্বপ্নবাজ। অর্থবিত্ত নিয়ে নয়, চিত্তকে বিত্তবান করার স্বপ্ন দ্যাখেন তিনি, স্বপ্ন দ্যাখান অন্যকে। চট্টগ্রামে গড়ে তুলেছেন একটি আর্ট কমপ্লেক্স। বিস্তার।
চিত্রকলা, চলচ্চিত্র, সংগীতসহ শিল্প-সাহিত্য-সংস্কৃতির সব শাখা নিয়ে তিনি কাজ করেন বিস্তার-এ। শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য তাঁর এই লড়াই।
মুখোমুখি বিভাগে কথা বলেছেন বাংলাদেশের বইয়ের মার্কেট বিস্তার প্রসঙ্গে।
“বাংলাদেশে বইয়ের প্রমোশন নিয়ে আমি খুবই হতাশ। আমাদের প্রকাশকগণ এই ব্যাপারে খুবই অপরিপক্ক। বই একটি প্রোডাক্ট। তাই এর মার্কেটিং ও ব্র্যান্ডিং নিয়ে অবশ্যই আমাদের বিশেষভাবে কাজ করতে হবে। বুক রিভিউ ব্যাপারটা আজকাল উঠে যাচ্ছে প্রায়। এভাবে চলতে থাকলে, বাংলাদেশের প্রকাশনা ইন্ডাস্ট্রি সামনে নয়, পেছন দিকে যাবে। প্রকাশকদের পাশাপাশি, লেখক ও গণমাধ্যমেরও সমানভাবে দায়িত্ব আছে বলে আমি মনে করি।”