॥ মিনার মনসুর ॥
— ঠিক কতোটা দূরে আছো তুমি?
— দশ সেকেন্ড, দশ দিন, দশ মাসও হতে পারে। কেন জিজ্ঞেস করছো?
— না, মানে একটা হিসাব অন্তত মেলানো যেত…!
— কিসের হিসাব?
— তুমি যা ভাবছো তা নয়।
— তবে…!
— অগস্ত্য যাত্রা— তাও ঘোর অন্ধকারে একা, খানিকটা প্রস্তুতি তো চাই, নাকি?
— কেন, তোমার মহাশক্তিধর বোমাদের সঙ্গে নিয়ে যাও!
দেশের বই পোর্টালে লেখা পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com