প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক মােজাফ্ফর হােসেনের নতুন গল্পগ্রন্থ ‘মানুষের মাংসের রেস্তোরা’। গল্পগ্রন্থটি প্রকাশ করছেন পাঞ্জেরী পাবলিকেশন্স।
গ্রন্থের গল্পগুলাে সম্পর্কে মােজাফ্ফর হােসেন বলেন, ‘বাস্তবতাকে অতিক্রম করে জাদুবাস্তবতার রুপোলী আলোয় সত্য ও অতিসত্যের ধুম্রজাল নির্মাণ করার চেষ্টা করেছি। জাদুবাস্তবতার আয়নায় গল্পগুলােকে হাজির করেছি পাঠকের সামনে। যেখানে সমাজের নির্মমতা, নিষ্ঠুরতা এবং নৃশংসতার নানা চিত্র কখনাে তীব্র শ্লেষে, কখনাে রূপকের মাধ্যমে জীবন্ত হয়ে উঠে এসেছে। আশা করি গল্পগুলো পাঠকের ভালো লাগবে’।
‘মানুষের মাংসের রেস্তোরা’ গল্পগ্রন্থের প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। দাম রাখা হয়েছে ১৬১ টাকা। বইটি পাঞ্জেরী অনলাইন বুকশপে প্রি-অর্ডার করা যাবে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com