হুমায়ূন আহমেদের উপন্যাসগুলো আকারে ছোট হলেও অপেক্ষা উপন্যাসটি আকারে বেশ বড়ো। চিরাচরিত মধ্যবিত্ত পরিবারকে ঘিরে আবর্তিত হয়েছে উপন্যাসের প্রেক্ষাপট।
উপন্যাসটিতে মধ্যবিত্ত জীবনের পারিবারিক টানাপোড়েন যেমন রয়েছে ঠিক তেমনই রয়েছে প্রিয় মানুষের প্রতি অন্য একজন মানুষের ভালোবাসার অকৃত্রিম বহিঃপ্রকাশ।
অপেক্ষা উপন্যাসটির মাধ্যমে লেখক একটি ছোটো পরিবারকে এঁকেছেন। হঠাৎ করেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি নিখোঁজ হলে পুরো পরিবারকে পড়তে হয় অনিশ্চিত ভবিষ্যতের মুখে। শুরু হয় অসীম অপেক্ষা। এই অপেক্ষার দিনগুলো পরিবারের বাকি সদস্যদের পাড় করতে হয় নানাবিধ প্রতিকূলতা ও সামাজিক-সাংসারিক ঝঞ্ঝার সাথে। শারিরীক ও মানসিকভাবে তারা লাঞ্চিত হতে থাকে প্রতিনিয়ত।
আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৭ সালে।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ-ফিচার-তথ্যমূলক লেখা প্রকাশের জন্য সংশ্লিষ্ট ছবিসহ আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]