॥ মো. আলী মোস্তফা ॥
—
মো. আলী মোস্তফা। জন্ম ১৭ সেপ্টেম্বর, ১৯৯৬ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চাঁনপুর গ্রামে। ডাকনাম সোহাগ। পিতা খোকন মিয়া ও মাতা ছালেহা বেগম।
শিক্ষাজীবনের শুরু হাজরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে হেফজ পড়া শুরু করি। সর্বশেষ ২০১৯ সালে সরকারি হরঙ্গগা কলেজ থেকে স্নাতক ২য় বর্ষে পরীক্ষা দেই। যদিও ফলাফল পাইনি এখনও।
পেশাগত জীবন বলতে আলহাজ্ব নূর বক্স মুন্সী দাখিল মাদ্রাসায় ২০১৮ সালে ১৬ জুলাই শিক্ষকতা পেশায় নিযুক্ত হই। এখনও সেখানে কর্মরত।
প্রথম পড়া বইটির কথা ঠিক মনে নেই। হেফজ শাখায় পড়াকালীন হুজুরের ফাযিল ক্লাসের বই আমার কাছে থাকত। তখন লুকিয়ে লুকিয়ে পড়তাম। কত সালে কোন লেখকের বইটি ভালো লেগেছে মনে নেই। আমার এ যাবতকালে সবচেয়ে ভালো লাগা বই হলো- ‘কাসাসুল আম্বিয়া’, ‘দ্য আলকেমিস্ট’, ‘হিমুর নীল জোছনা’, ‘যদ্যপি আমার গুরু’।
ভবিষ্যতে স্বপ্ন দেখি ব্যক্তিগত একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করার।