মেঘপাহাড়ের দেশ হাওরকন্যা সুনামগঞ্জের মেয়ে, নারীনেত্রী, সমাজসেবক সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্যের বর্তমান আবাস ঢাকায়।
অনেক বছর ধরে কবিতাচর্চা করছেন। আসছে ১৪ এপ্রিল বাংলা নতুন বছরে প্রকাশনা প্রতিষ্ঠান চৈতন্য থেকে প্রকাশিত হবে কবি সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য এর কবিতার বই “অনুভবের ঋতু কড়চা।” বাংলার ঋতু বৈচিত্রের রস আস্বাদনে বইটি সংগ্রহযোগ্য বলে আশা প্রকাশ করেছেন লেখক-প্রকাশক। প্রচ্ছদ করেছেন সুনামগঞ্জের আরেক গুণী মুখ, প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।