বই হলো এমন এক বন্ধু যে আমাদের ছেড়ে যাবে না। তাই বিশ্ব বই দিবস উপলক্ষে অভিযান বুক স্টোর নিয়ে এলো বইয়ের ওপর বিশেষ ছাড়! বইপ্রেমীদের জন্য আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত থাকবে এই বিশেষ ছাড় সুবিধা।
অভিযান পাবলিশার্সের বইয়ে ছাড় পাবেন ৩০ থেকে ৮০ শতাংশ।
আনন্দ, কলিকাতা লেটার প্রেস, দ্য ক্যাফে টেবল, পার্চমেন্ট ও স্বর্ণাক্ষরের বইয়ে ছাড় পাবেন ২৫ শতাংশ।
বাংলাদেশের বইয়ে ছাড় পাবেন ২০ থেকে ৫০ শতাংশ।
তাই দেরি না করে চলে আসুন অভিযান বুক স্টোরে।
আজই এই অফারের শেষ দিন।