বই প্রেমীদের কাছে ফেব্রুয়ারি এক উৎসবের মাস; বইমেলা পাঠক, লেখক, প্রকাশকের মিলন মেলা। দুপুর গড়িয়ে বিকেল হতেই মেলায় বাড়তে থাকে ভিড়। প্রতিদিন মেলায় আসছে নতুন বই।
মেলায় শুধু বয়োজ্যেষ্ঠদের নয়, দেখা মিলে ক্ষুদে পাঠকদেরও। অনেকে এসেছে বাবা মার সাথে। তারাও স্টলগুলো ঘুরে দেখছেন; বইয়ের প্রচ্ছদ উল্টে দেখছেন। পছন্দ হলেই বাবা-মার কাছে আর্জি। পূরণ হচ্ছে সাথে সাথেই।
মিরপুর থেকে সদ্য স্কুলে যাওয়া ছেলেকে নিয়ে এসেছেন ফারুক হোসেন। জানালেন, ছেলের জন্য শিশুতোষ বই খুঁজে দেখছেন। ছোটবেলা থেকেই বইয়ের সাথে সন্তানের সম্পর্ক তৈরি করতেই ছেলেকে নিয়ে বইমেলায় আসা।