প্রকাশিত হয়েছে কবি ও গদ্যকার আহমেদ মওদুদের কবিতার বই ‘দুঃস্বপ্নের চিরস্থায়ী বাগানে’। ৬৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শিল্পী চারু পিন্টু।
প্রকাশিত বইটি সম্পর্কে আহমেদ মওদুদ বলেন, ‘২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত লেখা কবিতাগুলো নিয়ে এই বই। এতে খণ্ডচিত্র নামে একটা অংশ রয়েছে, যেটা মূলত ২০১২ সালে বাঙ্ময় থেকে এক ফর্মা সিরিজের বই হিসেবে বের হয়। চরিত্রের দিক থেকে কাছাকাছি হওয়ায় এগুলোকে ‘খণ্ডচিত্র’ নাম দিয়ে মূল বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতাগুলো প্রকৃত পাঠককে হতাশ করবে না বলে মনে করি’।
বইটি অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুল প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। বইটির দাম রাখা হয়েচে ১৬০ টাকা।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com