মূলধারা ‘৭১
লেখক: মঈদুল হাসান
প্রকাশনা: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবকে ঘিরে আবর্তিত হলেও এর নেপথ্যের নায়ক ছিলেন তাজউদ্দীন আহমেদ। মুক্তিযুদ্ধের সময় লেখক মঈদুল হাসান তাজউদ্দীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধকে কাছ থেকে দেখেছেন, হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ যতটা না সামরিক ছিল তার থেকে অনেক বেশি ছিল রাজনৈতিক ও কূটনৈতিক। লেখক রাজনীতি, কূটনীতি ও সামরিক উপাদানকে একত্রে করে নির্ভেজাল ইতিহাস হিসেবে আগামী প্রজন্মের জন্য লিখেছেন মূলধারা ‘৭১। নিরপেক্ষ সাক্ষ্য ও প্রমাণসহ লেখক উপাদান সমূহের সংঘাত ও সংমিশ্রণে সফল রণনীতির ইতিবৃত্ত বর্ণনা করেছেন।
অনেক অপ্রকাশিত ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের অনেক না জানা গতিপ্রকৃতি লেখক লিপিবদ্ধ করেছেন আগামীর জন্য।
বাংলাদেশ জন্মের ইতিহাস জানতে হলে পাঠকের জন্য অবশ্য পাঠ্য একটি বই মূলধারা ‘ ৭১ ।
[ বই-পুস্তক-প্রকাশনা এবং বাংলাদেশের প্রকাশনা জগতের যে কোনো সংবাদ প্রকাশের জন্য আমাদের ই-মেইল করতে পারেন : desherboi@gmail.com ]