অষ্টাদশ দিল্লি বইমেলা ও সাহিত্য উৎসব ২০১৯-এ সাহিত্য সম্মাননা ২০১৯ পেলেন বাংলাদেশের প্রথমসারির প্রকাশনা প্রতিষ্ঠান সন্দেশ-এর স্বত্বাধিকারী লুৎফর রহমান চৌধুরী। বাংলা সাহিত্যের প্রচার-প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা লাভ করেন লুৎফর রহমান চৌধুরী। এই বইমেলা ও সাহিত্য উৎসবের আয়োজক দিল্লিস্থ বেঙ্গল অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, লুৎফর রহমান চৌধুরীর নেতৃত্বে বইমেলায় এ বছরই ভারতের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ প্যাভিলিয়ন যুক্ত করা হয়। বাংলাদেশ থেকে অংশ নেয় ১০টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো সন্দেশ, নবযুগ প্রকাশনী, ভাষাচিত্র, জাতীয় সাহিত্য প্রকাশ, চারুলিপি প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন, জয়তী, জাগৃতি প্রকাশনী, মূর্ধন্য এবং বাংলাদেশ শিশু একাডেমি।