বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি জসীম উদ্দীনকে নিয়ে ‘বাংলা কবিতার আবহমান ধারায় কবি জসীম উদ্দীন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে।
আজ বাংলাদেশ জাতীয় জাদুঘর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৩০ জানুয়ারি ২০২১, শনিবার, বিকাল ৩.৩০ মিনিটে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাংলা কবিতার আবহমান ধারায় কবি জসীম উদ্দীন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. বদরুল আরেফীন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট কবি ড. বিমল গুহ।
সম্মানিত আলোচক হিসেবে অনলাইনে (zoom) যুক্ত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সেমিনারটি সঞ্চালনা করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।