॥ শে খ ন জ রু ল ॥
কথা বলার মানুষ খুঁজে পাচ্ছো না
তবে কেনো চাঁদকে কাছে চাচ্ছো না
সে তো তোমায় গল্প বলার জন্যে
জোছনা নিয়ে দাড়িয়ে আছে অরন্যে।
অকারণ তুমি কেনো করছো দেরী তবে
সবার আগে যেতে হবে আলোর উৎসবে
আলোর খবর দিলাম তোমার কন্যে
সে তো তোমায় গল্প বলার জন্যে |
চাঁদ উঠলে খবর পাঠাই
আলোর প্রেমে পড়ি
চাঁদের সঙ্গে তোমার আমার
মনের চুক্তি করি |
আকাশটাকে বন্দি করে রাখি চোখের কোণে
তা না হলে জোছনা কেনো আমার কথা শোনে
তুমি ছাড়া চাঁদ পাবে না অন্যে
সে তো তোমায় গল্প বলার জন্যে |