অসুস্থ হয়ে পড়েছেন খ্যতিমান কবি ও সম্পাদক সরোজ দেব। মুঠোফোনে কবি মুকুল রায় দেশের বইকে কবির অসুস্থতার তথ্য নিশ্চিত করেছেন।
মুকুল রায় বলেন, গত বেশ কয়েকদিন থেকে অস্বাভাবিক জ্বরে ভুগছিলেন তিনি। আজ বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পরলে কবিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, পুরোপুরি সুস্থ নন তিনি। আমরা তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছি। আগাম কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য কবি সরোজ দেব একজন বীর মুক্তিযোদ্ধাও। তিনি দীর্ঘ ৪৯বছর থেকে ‘শব্দ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ : অনন্ত রোদ্দুরে এসো, স্বপ্ন শুয়েছিল কুয়াশায়, সময় আমাকে হত্যার কথা বলে গেছে ও স্বরচিত সুখের সৎকার। তিনি ভারত ও বাংলাদেশে নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।