আগামীকাল শুরু হচ্ছে ১০ দিনব্যাপী অনলাইন বই উৎসব। দেশসেরা বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হচ্ছে এই উৎসব। দেশের বইয়ের জগত নিয়ে কাজ করা একমাত্র বিশেষায়িত নিউজ পোর্টাল দেশের বই আয়োজিত এই উৎসবে অংশ নিয়েছে অনন্যা, অন্যপ্রকাশ, অবসর, আগামী প্রকাশনী, আদর্শ, আদিগন্ত, ইকরিমিকরি, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঐতিহ্য, নওরোজ সাহিত্য সম্ভার, নালন্দা, পরিবার, পাললিক সৌরভ, প্রকৃতি, প্রতীক প্রকাশনা সংস্থা, প্রিয়মুখ, বাতিঘর প্রকাশনী, ভাষাচিত্র, ভাষাপ্রকাশ, মুক্তদেশ, মূর্ধন্য, রিদম প্রকাশনা সংস্থা, র্যামন পাবলিশার্স ও শব্দশৈলী।
দেশের বই অনলাইন পোর্টাল, দেশের বই ফেসবুক পেজ, দেশের বই ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত লাইভ সম্প্রচার করা হবে বই উৎসবের বিভিন্ন আয়োজন।