‘প্রতিদিনের কবিতা’ দেশের বই-এর নতুন আয়োজন। এই আয়োজনে প্রতিদিন তরুণ কবিদের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হয়। আজ প্রকাশিত হলো গাফফার মাহমুদ’র কবিতা
যোগ-বিয়োগের ন হন্যতে
একত্রে চলছি দুজন খুব প্রিয়জন
রাত-দিন অল্প-বিস্তর খোশগল্পে
মুখস্ত পাঠ সরলী অংক
নিমিষেই লিখতে খাতাতে তুই
দেবী চোখ শিপ্রা
সুলেখা সুজাতা
শিমুল তুলো মেঘ
কতো কী আবেগ!
মৈত্রেয়ীর ‘ন হন্যতে’ এলিয়াদের ‘লা নুই বেঙ্গলি’
ভাবতি বসে গল্পচ্ছলে শ্বাশত প্রেম ‘লাবণ্য-অমিত’
ভার্সিটিতে তোরা দুজন তত্ত্বকথার ফিল্যোসফার;
তুড়ি মেরে উড়িয়ে দিতিস গড্ডালিকার জীবনাচার।
কতদিন দৃশ্যহীন আমরা দুজন
গল্পের নৌকো ভাসে একলা দুপুর
পাশাপাশি হাসাহাসি আমরা দুজন
দুই থেকে এক বিয়োগের শুন্য একাই
সাদাকাফন মিছিল হরিধ্বনি
মিলিয়ে গেলি এইতো সেদিন
আমিও কণ্ঠ মেলাই শব মিছিলে
‘বলো হরি, হরিব্বোল; বলো হরি, হরিব্বোল!’
তারাতান উখরা
লকলকে বেড়ে ওঠা বাঁশঝাড় মাটির ঢিবিতে শুয়ে আছেন পিতা
একটা কামিনী ফুলগাছ সুশীতল ছায়ার নিচে মায়ের কবর
পিতার জায়নামাজ, চিরুনি-আয়না অবিকল রয়ে গেছে ঘরে
ব্যবহৃত বাসন-থালা, তসবী-কোরআন আছে এখনও ঠিক
মায়ের চিকন বেল্টের চপ্পল, বাবার জুতো পড়ে আছে সেলফে
কতদিন তোমাদের ছাড়া আমরা আছি শুন্যঘরে একেবারে
খসখসে পাতার বাঁশঝাড়, কামিনী ফুলগাছে সুবাসিত পিতা-মাতা
কবরে শায়িত রেখে কণ্ঠ মেলাই ‘মিনহা খালকানাকুম… তারাতান উখরা’