আজ বাংলা সাহিত্যের শক্তিমান কবি জুয়েল মাজহার-এর জন্মদিন। ১৯৬২ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি।
কৈশোরে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছিলেন। দীর্ঘ ভবঘুরে জীবন কেটেছে নানা জায়গায়। যৌবনের একটা বড় অংশ কেটেছে পাহাড়ে।
জুয়েল মাজহার লেখেন মূলত কবিতা, বিচিত্র বিষয়ে প্রচুর অনুবাদও করেন। এ পর্যন্ত সাড়ে চার শ’র বেশি কবিতা অনুবাদ করেছেন তিনি। তার মধ্যে শ’দেড়েক ছড়িয়ে ছিটিয়ে প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িকী, পত্র-পত্রিকা লিটলম্যাগে। পেশায় একজন সাংবাদিক, যুক্ত আছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সম্পাদক হিসেবে।
তার প্রকাশিত বই : কবিতা— দর্জিঘরে একরাত [আগামী, ঢাকা, ২০০৩] মেগাস্থিনিসের হাসি [বাঙলায়ন, ঢাকা, ২০০৯] দিওয়ানা জিকির [শুদ্ধস্বর, ঢাকা, ২০১৩] রাত্রি ও বাঘিনী [বাতিঘর, ২০২০] নির্বাচিত কবিতা [বেহুলাবাংলা, ঢাকা, ২০১৯] অনুবাদ— কবিতার ট্রান্সট্রোমার (নোবেল সাহিত্যপুরস্কারজয়ী সুইডিশ কবি টোমাস ট্রান্সট্রোমারের বাছাই করা কবিতার অনুবাদ সংকলন) [শুদ্ধস্বর, ২০১২] দূরের হাওয়া (বাংলা অনুবাদে ২০০ বিশ্বকবিতা) [চৈতন্য, ২০১৬] ইত্যাদি।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com