ইত্যাদি গ্রন্থ প্রকাশ
প্রকাশক : আদিত্য অন্তর
ঠিকানা : ৩৮ বাংলাবাজার, ঢাকা ১১০০
‘আপনার সন্তানের হাতে বই তুলে দিন। সে বিকশিত হবে ফুলের মতো সৌরভ নিয়ে’ এই স্লোগান নিয়ে ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এর যাত্রা শুরু। সৃজনশীল প্রকাশনা জগতে প্রায় এক দশক ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। প্রকাশিত বইয়ের বিষয়-বৈচিত্র লক্ষণীয়। প্রায় সাড়ে পাঁচ শতাধিক বই নিয়ে সাহিত্যের প্রায় সব শাখাতেই ইত্যাদি’র বিচরণ। তবে গুণীজনদের আত্মজীবনী সিরিজ বিশেষভাবে পাঠকের নজরে আসে। প্রকাশনার স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমী কর্তৃক ২০০৯ সনে ‘সেরা মানের গ্রন্থ প্রকাশনা” ও ২০১১ সনে সর্বাধিক সংখ্যক মানসম্মত বইয়ের জন্য ‘‘শহীদ মুনীর চৌধুরী পুরস্কার” বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়াও ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত বইয়ের জন্য অনেক লেখকও নিজের সৃষ্টিকর্মের স্বীকৃতিস্বরূপ দেশে ও বিদেশে পুরস্কৃত হয়েছেন।