ভাষাচিত্র বুক ক্লাব আয়োজিত শুক্রবারের কবিতা শীর্ষক আয়োজন থেকে বাছাইকৃত কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে “দেশের বই ঈদ সাময়িকী”। আজ প্রকাশিত হলো আহমেদ ইউসুফ-এর কবিতা
[১]
কলমেই লিখতে হচ্ছে জীবন
আমার বয়স বাড়ার পর পেন্সিল নিয়ে গেছো
কলমেই লিখতে হচ্ছে জীবন
আর তো মোছার কোনো জোঁ নেই;
রাবারও হারিয়ে গেছে
শৈশবের স্লেটও নেই; খড়িমাটিও নেই
কলমেই লিখতে হচ্ছে জীবন
কিছু ভুলভাল থেকে গেলে; মার্জনা করো।