অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে নবাগত কবি আমিনুল হুদা সাকিবের প্রথম কবিতার বই ‘আঙুলের ফাঁসি চাই’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঘাসফুল’। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।
বইটি সম্পর্কে কবি বলেন, দৈনন্দিন যাপিত জীবনের সুখ-দুঃখগুলোকে একত্রিত করার চেষ্টা করেছি কবিতায়। কবিতাগুলোতে সমাজ, সমকালীন রাজনীতি, দলীয়করণ, দুর্নীতিসহ নানা অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি।
কবি আরো বলেন, কবিতায় বর্তমান সমাজের সবচেয়ে বড় মহামারি ধর্ষণকেও ফুটিয়ে তুলতে চেয়েছি । কবিতাগুলো পাঠক হৃদয়ে গভীরভাবে নাড়া দিবে বলে আশা করি।
১৬০ টাকার কবিতার বইটি অমর একুশে গ্রন্থমেলা ছাড়াও বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাবে।
দেশের বই পোর্টালে লেখা ও খবর পাঠাবার ঠিকানা : desherboi@gmail.com