আবির প্রকাশন
প্রকাশক : মুহম্মদ নুরুল আবসার
ঠিকানা : সাত্তার ম্যানসন, মোমিন রোড, চট্টগ্রাম
“সৃজনশীল ও মননশীলতার প্রতীক” শ্লোগানকে ধারণ করেই ২০০৩ সালে ‘আবির প্রকাশন’ এর আত্মপ্রকাশ। সব ধরনের পাঠকের চাহিদা মাথায় রেখেই প্রকাশ করেছে ভিন্ন ভিন্ন মেজাজের বহুমাত্রিক গ্রন্থ। গ্রন্থ প্রকাশে আবির প্রকাশন বরাবরই লেখার মান, ছাপানোর মান এবং নান্দনিক সৌকর্যকে প্রাধান্য দিয়ে থাকে। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও শিশুতোষ গ্রন্থ প্রকাশেও স্বাচ্ছন্দবোধ করে। নবীন-প্রবীণ সকল লেখকদের সমমর্যাদায় গুরুত্ব ও সম্মান দিয়ে থাকে এই প্রতিষ্ঠান।