আদী প্রকাশন
প্রকাশক : নাফিসা বেগম
ঠিকানা : ৩৫ পি. কে. রায় রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
আদী প্রকাশন একদম তরুণদের নিয়ে কাজ শুরু করে প্রকাশনার কয়েক বৎসরের মধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে, ই-কমার্সের যুগে প্রযুক্তিকে অবলম্বন করে অনলাইন প্রসার এর প্রধান এর প্রধান চালিকাশক্তি। তবে তরুণ লেখকরা অনেকেই আগ্রহের কেন্দ্রে চলে আসতে সক্ষম হয়েছে। ভালো বই পাঠকের হাতে তুলে দেওয়াই এর মূলমন্ত্র।