অনার্য পাবলিকেশন্স লি.
প্রকাশক : শরীফ মোহাম্মদ সফিকুল আলম
ঠিকানা : ১১১ নয়াপল্টন, ৬ষ্ঠ তলা, ঢাকা ১০০০
—
প্রতিষ্ঠাকাল : জুন, ২০০৯। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বাঙালির ইতিহাস, দর্শন, সাহিত্য, সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই অনার্যের উদ্দেশ্য। নতুন প্রজন্মের কাছে যথার্থ ইতিহাস তুলে ধরতেই অনার্যের প্রাতিষ্ঠানিক আত্মপ্রকাশ ২০০৯ সালে। তাছাড়া নানামাত্রিক জটিল আবর্তে মানুষ পড়ার অভ্যাস অনেকটাই হারিয়ে ফেলতে বসেছে। বিশেষ করে নতুন প্রজন্ম তাদের আত্মউন্নয়ন কিংবা বিনোদনের মাধ্যম হিসেবে বইয়ের বিকল্প ধারায় চলে যাচ্ছে। তাদের পাঠের ধারায় ফিরিয়ে আনতে অনার্য নিরলস কাজ করছে। আগামী দিনে অনার্য আরো সৃষ্টিশীল কাজে এগিয়ে যাবে।